এক নজরে বদলগাছী
সাধারণ তথ্যাদি
জেলাঃ নওগাঁ
উপজেলাঃ বদলগাছী
অবস্থানঃ নওগাঁ জেলার অর্ন্তগত বদলগাছী উপজেলাটি জেলা সদর থেকে ১৫.০০ কিঃমিঃ উত্তরে অবস্থিত। জিধিরপুর মৌজার আরএস ৩ নং খতিয়ানে ৩নং দাগে মোট ৯.০০ একর জমির উপরে উপজেলা পরিষদ অবস্থিত। উপজেলা পরিষদে পরিষদ ভবন, কোয়াটার, উপজেলা চেয়ারম্যান কোয়াটার,শিশু পার্ক, পুকুর, বরেন্দ্র অফিস, বিআরডিবি অফিস এবং অন্যান্য অফিস রয়েছে। বদলগাছী উপজেলা পরিষদ হতে উত্তরে-জয়পুরহাট জেলা, দক্ষিনে- নওগাঁ সদর উজেলা, পূর্বে- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা এবং পশ্চিমে মহাদেবপুর উপজেলা অবস্থিত। বদলগাছী উপজেলার মধ্য দিয়ে ছোট যমুনা নদী প্রভাহিত হয়েছে। এখান থেকে সড়ক পথে বাসযোগে রাজধানী শহর ঢাকার সাথে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এছাড়া জেলা সদর বগুড়া এবং বিভাগীয় শহর রাজশাহীর সংগে সড়ক পথে যোগাযোগে যাতায়াতের ব্যবস্থা আছে।
উৎপত্তিঃ ১৭৫৭ খ্রীস্টাব্দে এদেশ ইংরেজদের পদানত হলে পরবর্তীকালে উনবিংশ প্রারম্ভে বদলগাছী থানা তৎকালীন দিনাজপুর জেলার অন্তগত ছিল। ১৮২১ খ্রীস্টাব্দের দিকে বদলগাছী থানা তৎকালীন বগুড়া জেলার অন্তর্ভূক্ত হয়। ইতিহাসে বদলগাছী ১৮০৭ খ্রীস্টাব্দেও থানা হিসেবে উলেখ পাওয়া যায়। এদিক থেকে বদলগাছীকে প্রাচীন থানা হিসেবে চিহিত করা যায়। ১৮৯৭ খ্রীস্টাব্দে বদলগাছী থানা বৃহত্তর রাজশাহী জেলার অন্তর্ভূক্ত হয়। ঐ সময়ে বর্তমান বদলগাছী উপজেলা নওগাঁ মহকুমার অধীন একটি বর্ধিষ্ণু থানা হিসেবে পরিগণিত হয়। ০৭-১১-১৯৮৩ সালে তৎকালীন সরকারের আমলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে বদলগাছী থানা বদলগাছী আপগ্রেডেড উপজেলা হিসেবে রূপান্তরিত হয়।
নামকরণঃ কথিত আছে মুদ্রা ব্যবস্থা প্রচলনের পূর্বে দ্রব্য বিনিময় (বার্ঠার সিস্টেম) ব্যবস্থার আমলে মানুষ তাদের প্রয়োজনে দ্রব্য সামগ্রী বদলগাছী নামক স্থানে বিনিময় করত। দ্রব্য বদল-বদলীর উপর্যুক্ত স্থান হিসেবে কালক্রমে এ স্থানের নাম হয়েছে বদলগাছী।
এক নজরে বদলগাছী উপজেলার তথ্যাবলী
বিভাগঃ |
রাজশাহী |
জেলাঃ |
নওগাঁ |
উজেলাঃ |
বদলগাছী |
উপজেলার চারিদিকে সীমানাঃ |
উত্তরে জয়পুরহাট জেলা |
|
দক্ষিণে নওগাঁ সদর উপজেলা |
|
পূর্বে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা |
|
পশ্চিমে মহাদেবপুর উপজেলা অবস্থিত |
উপজেলা সদর হতে জেলা সদরের দূরত্বঃ |
১৫ কিলোমিটার |
ইউনিয়নের সংখ্যাঃ |
০৮ টি |
গ্রামের সংখ্যাঃ |
২৩৭ টি |
মৌজার সংখ্যাঃ |
২৪৬ টি |
আয়তনঃ |
২১৩.৯৮ বর্গ কিলোমিটার |
মোট লোকসংখ্যাঃ |
২,০১,৩৪২ জন |
পুরুষ এর সংখ্যাঃ |
১,০০,৫৬৬ জন |
মহিলার সংখ্যাঃ |
১,০০,৭৭৬ জন |
মুসলমানের সংখ্যাঃ |
১,৭৫,১৫০ জন |
হিন্দুর সংখ্যাঃ |
১৯,৮৫৪ জন |
খৃষ্টানের সংখ্যাঃ |
২৯০ জন |
উপজাতির সংখ্যাঃ |
১০,৭৯৯ জন |
ভোটার সংখ্যাঃ |
১৪২৯৭০ জন |
খানার সংখ্যাঃ |
৫৪,০০১ টি |
জনসংখ্যা বৃদ্ধির হারঃ |
০.৭৮% |
শিক্ষার হারঃ |
৪৯.০৫% |
|
|
|
|
অন্যান্য তথ্যাবলী |
|
ইউনিয়ন ভূমি অফিসঃ |
০৩ টি |
খাস জমির পরিমানঃ |
৩৩৬৮.৩৪ একর |
ভূমিহীন পরিবারের সংখ্যাঃ |
৯০০০ জন |
খাস পুকুরের সংখ্যাঃ |
১৩৫ টি |
হাট-বাজারের সংখ্যাঃ |
১৫ টি |
জলমহালের সংখ্যাঃ |
১৩৫ টি |
বালুমহালের সংখ্যাঃ |
১ টি |
খেয়াঘাটের সংখ্যাঃ |
৪ টি |
মসজিদের সংখ্যাঃ |
৪৭৮ টি |
মন্দিরের সংখ্যাঃ |
৭৯ টি |
গীর্জার সংখ্যাঃ |
৪ টি |
সিনেমা হলঃ |
১ টি |
ডাকবাংলোঃ |
১ টি |
|
|
ডাকবাংলোঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
হেলিপ্যাডঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রেস ক্লাবঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পাবলিক লাইব্রেরীঃ |
৩ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এনজিওঃ |
৩২ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
স’মিলঃ |
১৬ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইট ভাটাঃ |
১৭ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিস্কুট ফ্যাক্টরীঃ |
২ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বয়লারঃ |
২৭ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সরকারী হাসপাতালঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্লিনিকঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পোস্ট অফিসঃ |
১১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টোলফোন এক্সচেঞ্জঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বরফ ফ্যাক্টরীঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাংকঃ |
৭ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রামীণ ব্যাংকঃ |
২ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঈদগাহঃ |
১১৩ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এলএসডি গোডাউনঃ |
১ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মোট পুকুর ও দীঘির সংখ্যাঃ |
৩৩৪২ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মৃৎ শিল্পঃ |
১২০ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গম ভাঙ্গা মিলঃ |
৪৭ টি |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|