বাংলাদেশের আঞ্চলিক মহাসড়ক আর৫৪৯ (বদলগাছী- পাহাড়পুর- জয়পুরহাট (খঞ্জনপুর) সড়ক) বদলগাছী শহরকে পাহাড়পুর হয়ে জয়পুরহাট জেলার খঞ্জনপুর এর সাথে সংযোগ স্থাপন করেছে। আর৫৪৭ সড়কটি (নওগাঁ-বদলগাছী-সাপাহার-পোরশা-রোহনপুর) বদলগাছীকে নওগাঁ সদর, সাপাহার, পোরশা উপজেলার সাথে সংযোগ স্থাপন করেছে। বাংলাদেশের জেলা সড়ক জেড৫৪৫২ সড়কটি (জয়পুরহাট-আক্কেলপুর-বদলগাছী) বদলগাছীকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সাথে সংযোগ স্থাপন করেছে।
ঢাকা শহরসহ অন্যান্য জেলা বা এলাকা থেকে বদলগাছীতে আসা সড়কযোগে এবং রেলযোগে অনেক সহজ। রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন উভয়দিক হতে সকাল ও রাতে শাহ্ ফতেহ আলী পরিবহন এবং গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন উভয়দিক হতে সকাল ও রাতে হানিফ পরিবহন এর বাস চালু রয়েছে। এছাড়াও রাজধানী ঢাকা এর মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতি ৩০ মিনিট পরপর বিভিন্ন পরিবহনের বাস (যেমনঃ শাহ্ ফতেহ আলী পরিবহন, একতা পরিবহন, এস আর ট্রাভেলস, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, শ্যামলী এনআর ট্রাভেলস, ডিপজল পরিবহন সহ আরও অনেক পরিবহনের বাস) নওগাঁ জেলা এর উদ্দেশ্যে ছেড়ে আসে, যার ভাড়া ননএসি ও এসি বাস ভেদে ৪০০-১২০০ টাকা। নওগাঁ শহরের ঢাকা বাস টার্মিনালে নেমে সিএনজি ও বাস যোগে বদলগাছী আসা যায়। ঢাকা বাস টার্মিনালে নামার পর সিএনজি যোগে আসতে হলে নওগাঁ শহরের পুরাতন বাসস্ট্যাণ্ডে আসতে হবে এবং বাস যোগে আসতে চাইলে বালুডাঙ্গা বাস টার্মিনালে আসতে হবে। বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বদলগাছীর উদ্দেশ্যে প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে আসে। এছাড়াও ঢাকা থেকে রেলযোগে আসতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন অথবা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে আক্কেলপুর রেলওয়ে স্টেশন এসে নামতে হয়, তারপর রেলস্টেশন থেকে সিএনজি অথবা অটো যোগে বদলগাছী আসতে হয়। ঢাকা থেকে বদলগাছীতে বাসে আসতে ৬-৭ ঘন্টার মতো সময় লাগে এবং ট্রেনে সবমিলিয়ে ৮ ঘন্টার মতো সময় লাগে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস