উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলঃ জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান প্রদান, আদমশুমারি ও গৃহগণনা কার্যক্রম, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি, প্রধান ফসলের পূর্বাভাস জরিপ, বিভিন্ন ফসলের উৎপাদন আনুমানিক হিসাব, ফসলাধীন জমির পরিমান ও ভূমির ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত, বিভিন্ন শুমারি ও সার্ভে কাজে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান প্রভৃতি।
জনসংখ্যা বিষয়ক সনদঃ জনসংখ্যা বিষয়ক সনদ জন্য প্রথমে প্রদত্ত মৌজা,ইউনিয়ন বা উপজেলা উল্লেখ করে আবেদন করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস