"পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, বদলগাছী এবং উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বদলগাছী এর যৌথ আয়োজনে পালিত হয় " জাতীয় পরিসংখ্যান দিবস -২০২৩" ।
উক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।র্যালিতে অংশগ্রহণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোসাঃ আলপনা ইয়াসমিন,উপজেলা নির্বাহী অফিসার,বদলগাছী,নওগাঁ এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মোঃ শামসুল আলম খাঁন,উপজেলা পরিষদ চেয়ারম্যান,বদলগাছী,নওগাঁ।উক্ত আলোচনা
সভায় উপস্থিত থেকে আয়োজনকে সাফল্য মন্ডিত করেন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ জবিরউদ্দিন এফএফ, মোঃ আনোয়ার হোসেন,বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান সহ অনান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ।আয়োজনটিকে সার্থক করতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,উপজেলা নির্বাচন কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা ,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা,প্রধান শিক্ষক,বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল,উপজেলা খাদ্য পরিদর্শক,উপজেলা বন কর্মকর্তা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি,বণিক সমিতির প্রতিনিধি প্রমুখ ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্হিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ.