Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

এক নজরে বদলগাছী উপজেলা

বদলগাছী উপজেলার আয়তন ২১৩.৯৮ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ২,০১,৩৪২ জন, পুরুষ-১,০০,৫৬৬ জন, মহিলা ১,০০,৭৭৬ জন(২০১১ সালের গণনা অনুযায়ী )। এই উপজেলার জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩২% শিক্ষিতের হার ৪৯.৫% বদলগাছী উপজেলা মোট জনসংখ্যার লোক মুসলমান বাকী হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।

 

উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই উপজেলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। 

পাহাড়পুর বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ

পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার ( তদানীন্তন ব্রহ্মদেশ), মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিষ্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।

 

 

বদলগাছী উপজেলার অবস্থান, যোগাযোগ, লোকাচার, আর্থ-সামাজিক অবস্থা ও রাজনৈতিক সহমমীর্তা ইত্যাদি বদলগাছী উপজেলাকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পরিণত করেছে। এই উপজেলার চলমান উন্নয়নে সরকারী কর্মকার্ন্ডের পাশাপাশি বেসরকারী সংস্থা সমূহ ও বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ সমভাবে ক্রীয়াশীল। সকলের সম্মিলিত কর্ম প্রচেষ্ট এবং শিক্ষার  ক্রমাগত মানোন্নয়নের মাধ্যমে বদলগাছী উপজেলা অদূর ভবিষ্যেত উত্তর বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে।