Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিজ দপ্তরের কর্ম পরিকল্পনা

১। যথাযথ জরিপ ও তদন্ত পূর্বক প্রতিটি প্রধান ও অপ্রধান ফসলের রিপোর্ট তৈরি করা।

২। তৈরিকৃত রিপোর্টসমূহ বিবিএস কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে জেলা অফিসে হার্ডকপি ও সফটকপি প্রেরণ।

৩। বছরের ০৪ (চারটি) টি দাগগুচ্ছ জরিপ সরজমিনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত পূর্বক বিবিএস কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে জেলা অফিসে হার্ডকপি ও সফটকপি প্রেরণ।

৪। র‌্যানডম এর মধ্যমে প্রধান ফসলের কর্তন তালিকা নির্ণয় এবং বিবিএস কর্তৃক নির্ধারিত নিয়মে কর্তন করে এর রিপোর্ট যথাসময়ে জেলা অফিসে প্রেরণ।

৫। প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতিগ্রস্থ অস্থায়ী প্রধান ফসলের ক্ষয়ক্ষতি নিরুপন ও রিপোর্ট যথাসময়ে জেলা অফিসে প্রেরণ।

৬। প্রতিমাসে ১০ (দশ) জন কৃষকের বা কৃষি দিনমজুরের সাক্ষাৎকারের ভিত্তিতে মাসিক কৃষি মজুরি হার জরিপ রিপোর্ট নির্ধারিত সময়ে জেলা অফিসে প্রেরণ।